মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench) পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগরীয় খাদ, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। এটি প্রায় ১১,০৩৪ মিটার (৩৬,২০১ ফুট) গভীর, যা মাউন্ট এভারেস্টকে সম্পূর্ণ নিমজ্জিত করলেও উপরে প্রায় ২ কিলোমিটার জায়গা থেকে যেত।
অবস্থান: প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত।
গভীরতম স্থান: 'চ্যালেঞ্জার ডিপ' (Challenger Deep) হল মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থান।
উৎপত্তি: এটি দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত, যেখানে প্রশান্ত প্লেট ফিলিপাইন প্লেটের নিচে সরে গেছে।
চাপ: এখানে পানির চাপ ভূমির বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় প্রায় ১,০০০ গুণ বেশি।
জীববৈচিত্র্য: এই গভীর খাদে অন্ধকারে বসবাসকারী বিভিন্ন প্রজাতির অদ্ভুত সামুদ্রিক প্রাণী পাওয়া যায়, যেমন অ্যাম্পিফডস, অ্যাঙ্গলার ফিশ, এবং দৈত্যাকার অ্যামিবা।
গবেষণা ও অভিযান:
১৯৬০ সালে প্রথমবারের মতো জ্যাক পিকার্ড ও ডন ওয়ালশ নামক গবেষকরা 'ট্রায়েস্ট' নামক ডুবোযানে করে চ্যালেঞ্জার ডিপে পৌঁছান।
২০১২ সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একক অভিযানে গভীরতম স্থানে পৌঁছে ভিডিও ধারণ করেন।
মারিয়ানা ট্রেঞ্চ এখনো রহস্যময় এবং গবেষকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। বিজ্ঞানীরা এখান থেকে নতুন নতুন আবিষ্কার করে চলেছেন, যা গভীর সমুদ্রের জীবন ও পৃথিবীর ভূতাত্ত্বিক গতিবিধি সম্পর্কে বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
সমুদ্রে এক যাযাবর জাতি যারা কিনা হাঁটতে শেখার আগেই সাঁতার কাটা শেখে !! দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এমন একটি জাতি বাস করে যারা কিনা বাস্তব অর্থে সমুদ্র শাসন করে ! বড় বড় সামুদ্রিক ঝড়, তুফান এবং সুনামি তাদের কিছুই করতে পারে না, বাস্তব অর্থের তারাই সমুদ্রের রাজা !! এরা হচ্ছে বাজাউ উপজাতি। সমুদ্রের প্রায় ৭০ মিটার (২৩১ ফুট) গভীরে ডুব দিয়ে নিজ হাতে মাছ ধরে এই উপজাতির লোকেরা ! এরা প্রায় ১৫ মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে যেখানে কিনা আধুনিক বিজ্ঞান বলে ৫-৬ মিনিটের বেশি অক্সিজেনের অভাবে বা শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্ক পুরোপুরি অকার্যকর (Brain Death) হয়ে যেতে পারে। এদের শারীরিক বৈশিষ্ট্য হোমো স্যাপিয়েন্স থেকে কিন্তু অনেকটাই আলাদা যেমন এদের প্লীহা (spleen) আমাদের থেকে অনেকটাই বড় যার কারণে এরা অধিক সময় শ্বাস আটকে রাখতে পারে !! এরা বছরের বেশিরভাগ সময় সমুদ্রে ভাসমান নৌকায় বসবাস করে। অনেক বাজাউ জীবনে কখনো স্থলভাগে বা মাটিতেই বাস করেনি !! বাজাউদের করুণ ইতিহাস এই যাযাবর জাতির সামুদ্রিক জীবন যাপনের নেপথ্যে রয়েছে একটি রূঢ় বাস্তবতা। প্রায় হাজার বছর আগের কথা। দক্ষিণ-পূর্ব...
Comments
Post a Comment